বিনোদন ডেক্সঃ- সম্পর্কে প্রকাশিত বিভিন্ন খবর আগে থেকেই জানান দিচ্ছিল, ছবিটি হবে গা ছমছমে ভৌতিক গল্পে মোড়া। আনুশকা শর্মা অভিনীত ও প্রযোজিত ছবিটির নাম পরী। সদ্য প্রকাশ হওয়া ছবির টিজার যেন প্রকাশ করল সেই ভৌতিক গল্পেরই এক ঝলক।
টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, টিজারে দেখা গেছে অতিপ্রাকৃত শক্তির ধারা আচ্ছন্ন এক আনুশকাকে। কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কেও দেখা গেছে টিজারে।
ছবিটির টিজার নিজের টুইটারে শেয়ার দিয়েছেন আনুশকা। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্মরণে রাখবেন পরী কোনো পরীর গল্প নয়’। ৫২ সেকেন্ডের টিজারটি এরই মধ্যে ১৭ হাজার বার দেখে ফেলেছেন ভক্তরা। পাঁচ হাজার লাইক পেয়েছে আনুশকার ‘পরী; ছবির টিজারটি।
পরী ছবিটি পরিচালনা করেছেন প্রসিত রায়। প্রযোজনায় আনুশকার ক্লিন স্লেট ফিল্মসের সঙ্গে রয়েছে ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট। হোলিকে কেন্দ্র করে চলতি বছরের ২ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।