‘যেকোনো মূল্যে সংঘাত বন্ধ করতে হবে’ উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়ের প্রতি শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার জাতিসংঘ সদর দপ্তরে ‘নেলসন ম্যান্ডেলা পিস সামিটে’ বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসবাদ দমন এবং সন্ত্রাসীদের হাতে অর্থ-অস্ত্রের মদদ বন্ধ করতে বিশ্ব নেতাদের সোচ্চার হওয়া জরুরি। যেকোনো মূল্যে সংঘাত বন্ধ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বৈচিত্র্য সংরক্ষণ, ধর্মীয় সংখ্যালঘু এবং নৃগোষ্ঠীদের বৈষম্য-নির্যাতন থেকে রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরালো হওয়া প্রয়োজন।’
এ সময় বিশ্ব সম্প্রদায়কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ পৃথিবী তৈরীর আহ্বান জানান শেখ হাসিনা। একই সঙ্গে নেলসন ম্যান্ডেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তি স্থাপনে কাজ করারও আহ্বান জানান তিনি।